নিজস্ব সংবাদদাতা:
শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি সম্মিলিত নাগরিক সোসাইটির উদ্যোগে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় অত্র সংগঠনের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আল আমিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সদস্য সচিব হানিফ মাহমুদ ও অত্র সংগঠনের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতেরকান্দি সম্মিলিত নাগরিক সোসাইটির প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মোহাম্মদ আলী সরকার টুটুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক জনাব মাহবুবুর রহমান মনির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা ড. মোঃ জগলুল হায়দার ইকবাল।স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের আহবায়ক নূর এ আলম মানিক গাজী। পৃষ্ঠপোষকতায় ছিলেন কাতার প্রবাসী ও অত্র সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ পাভেল।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব ইলিয়াছ মিয়া,নরসিংদী আয়কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন মিয়া, ভরতেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান মাসুদ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র সংগঠনের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন মোল্লা, সমাজসেবক জাকির হোসেন,বিশিষ্ট ঠিকাদার মনির হোসেন, অত্র সংগঠনের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম, ওসমান আলী, ইউসুফ মিয়া,আরিফুল ইসলাম আরিফ ও মোস্তাক আহমেদ মোল্লা।