আবুনাঈমরিপনঃ
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে ফসলী জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগ উঠেছে মোক্তারের ছেলে শামীমের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের সফরিয়া গ্রামে বিশাল এলাকা জুড়ে ফসলী জমিতে ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছে।এতে অন্যান্য জমির মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান,এভাবে পুকুর খনন করলে আমারা পাশের জমিগুলোতে চাষাবাদ করতে পারবো না। এ ভাবে যদি মাটি খননের কাজ অব্যাহত থাকে তাহলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো।
এব্যাপারে যোগাযোগ করা হলে শামীম শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — শিবপুরের একজন শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিকে জানিয়ে খনন করার কাজ করা হচ্ছে।কিন্তু পরবর্তীতে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে শামীম তড়িঘড়ি করে চলে যাওয়ার সময় বলে শিপন উপর মহল থেকে অনুমতি এনে এই কাজ করছে।শিপন কৃষকলীগের রাজনীতির সাথে জড়িত।
শিপনের সাথে যোগাযোগ করলে সে শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আমরা রাজনীতি করি সবাইকে ম্যানেজ করে।আর মাটি খননের কাজটিও এভাবেই করছি।
এব্যাপারে বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন –,ফসলী জমি নষ্ট করে পুকুর খননের বিষয়টি আমি জানি না। নিয়ম না মেনে যারা এসব করছে তাদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লীষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।