নরসিংদী শিবপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় দলিল লেখকরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পাকা রাস্তায় শিবপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক ও জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সাব রেজিস্ট্রার মিজহারুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতি, ঘুষখোর ও জুলুমকারীর অভিযোগ এনে এই মানববন্ধনে নেতৃত্বদেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ সভাপতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল হুদা মুকুল, শিবপুর উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক কামাল খান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন সরকার, সদস্য খলিল মিয়া, আব্দুল কাদির, বাশির উদ্দিন, আলকাছ, জাহাঙ্গীর প্রমুখ। মানববন্ধনে উপজেলার জনসাধারণ সহ অর্ধশতাধিক দলিল লেখক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত দুই মাস যাবত সাব রেজিস্ট্রারের সাথে দলিল লেখকদের দ্বন্দ্বের কারণে দলিল রেজিস্ট্রি কার্যক্রম স্থবির রয়েছে। এতে একদিকে যেমন জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছে অপরদিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।