নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের গোবিন্দী গ্রামে নদীর পাড় এলাকায় কৃষকদের ফসলী জমি থেকে রাতের বেলা চুরি করে মাটি কর্তন করে নিয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। সড়ে জমিনে গিয়ে ভেকু পাওয়া গেলেও মাটি চুর চক্রের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় কৃষকরা বলেন, আমাদের জমি থেকে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে গেছে একটি অবৈধ মাটি ব্যাবসায়ী দল। ১৫/১৬ জনের সংঘবদ্ধ এই দলটি ড্রাম ট্রাক/ট্রলিতে করে মাটি নিয়ে যায়।চক্রটির সদস্য সোহরাব,ওয়াদুদ ও আমিরকে আমরা চিনতে পেরেছি। স্থানীয় কৃষকরা আরো বলেন, আমরা ভেকুর আওয়াজ শুনে জমিতে গেলে চক্রটি বলে ৩০ ফুট করে মাটি নেওয়ার জন্য আমরা সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছি। চোর চক্রের সদস্যরা শক্তিশালী হওয়ায় ভয়ে এসব অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অনেকই মুখ খুলতে চায়না। এ ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধীদের সাহায্য চেয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত বলেন যারা এটা করেছে তাদের নাম ঠিাকানা পেলে আমি ব্যাবস্থা গ্রহণ করবো।