নরসিংদী শিবপুর উপজেলার শিবপুর – দুলালপুর সড়কের দুই পাশে কিছু সোলার বাতি সরকারী উদ্যোগে লাগানো হলেও বর্তমানে বেশির ভাগ বাতি অকেজো হয়ে পড়ে আছে।পাশাপাশি বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু খুঁটি মাটি উপড়ে পড়ে আছে। তাই জনগণের উপকার হওয়ার চাইতে লোকসানের সাথে সাথে সরকারের লাখ লাখ টাকার অপচয় হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়,এক বছর আগে বেশ কিছু সোলার বাতি সমেত খুঁটি বসানো হয়েছিল জনগণের সুবিধার জন্য।কিন্তু লাগানোর কিছু দিন পর থেকেই অধিকাংশ বাতি জ্বলে না।তবুও কতৃপক্ষের টনক নড়েনি। একাধারে কয়েকদিন
বৃষ্টি হওয়া পর খুঁটি গুলো উপড়ে পড়ে যায়। এ রিপোর্ট লেখা পযন্ত খুঁটি গুলো মেরামত করতে কেউ আসে নি।
এতে করে সরকারের বিপুল পরিমাণ টাকার অপচয় করা হচ্ছে বলে ধারনা করছেন সচেতন মহল।
রাস্তার মধ্যে খুটি গুলি পড়ে থাকলেও কতৃপক্ষের নজরে আসে নি। মনে হচ্ছে
দেখার যেন কেউ নেই।