বশির আহমেদ:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশে বিদ্যুৎ-গ্যাস , দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার( ২৪/২/২০২৩ ) বিকালে কলেজ গেইড থেকে শুরু করে ইসলামী আন্দোলনের একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিল শেষে শিবপুর কলেজ গেইড আব্দুল মান্নান ভূঁইয়া গোল চত্বরের পাশে এক সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলার শাখার সভাপতি বজলুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন — ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম মীর, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মোল্লা,জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সভাপতি রাসেদুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ওমর ফারুক সুমন, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন,উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন –আগামী বাংলাদেশ হবে হাতপাখার বাংলাদেশ।দিনের ভোট রাতে শেষ করে কাউকে আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না।আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে আমাদের সবাই কে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।যার যার সার্মথ্য অনুযায়ী চেষ্টা করে প্রত্যেকটি এলাকায় ইসলামী আন্দোলনের দূর্গ গড়ে তুলতে হবে।যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা করতে পারি।ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারী কর্মকর্তাদের সমস্যা হবে এমন ধারণা যাঁদের রয়েছে তাদের উদ্দ্যোশে বলতে চাই আপনাদের ধারণা সম্পন্ন ভুল।একমাত্র যাঁদের বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হবে তাদের বিরৃদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।