• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

শিবপুরে হেফজখানায় সবক নিলেন ৪০ জন ছাত্র

admin / ২৯১ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

               হেফজখানায় সবক নেওয়া ছাত্ররা

 

আবুনাঈমরিপন,স্টাফ রিপোর্টার:::

নরসিংদীর শিবপুর উপজেলায় আজ  সোমবার বাদ মাগরিব নরসিংদীর, শিবপুর,পুটিয়া ইউনিয়নের জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসা ও এতিম খানার তত্ত্বাবধানে পরিচালিত গ্রামের মনোরম, সুন্দর পরিবেশে কোরআন হাফেজ ও স্নাতক দ্বিতীয় বর্ষ পর্যন্ত জেনারেল ইসলামী শিক্ষা সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান । উক্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মোট ছাত্র ৪০০ জন বর্তমানে আছে । কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান , সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত , বাংলা গণিত ইংরেজি সহ আরবির উপর সমান গুরুত্বারোপ , দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ ভূমিকার মাধ্যমে মনোযোগী করে তোলা , শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তির সুব্যবস্থা , বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা , সর্বক্ষেত্রে সুন্নতে রাসূলের অনুসরণ ও ৩০ জন দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান, সুন্দর হস্তলিপি ও মেধা বিকাশের বিভিন্ন প্রশিক্ষণ , ক্লাসে পড়া ক্লাসেই সম্পন্নকরন , সেমিস্টার পদ্ধতিতে পাঠদান , শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে ছাত্রদের জন্য খেলার মাঠ এবং চারজন বাবুর্চি দুটি গেট পাহারাদার সহ অন্যান্য সুযোগ সুবিধা। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৪০ জন ছাত্র কুরআন শিক্ষা হেফজখানার সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , শিক্ষকবৃন্দ, আলোচনা শেষে দোয়া মাহফিল ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এবং মেহমানদারির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category