জব্দ করা ২৩০ বোতল ফেনসিডিল.
আলো রিপোর্ট:
জেলা গোয়েন্দার শাখার অফিসারের নেতৃত্বে চেক পোষ্ট বসিয়ে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বোতল রেখে গাড়ী খেকে পালিয়ে যাওয়ার সময় দুই জন কে আটক করে পুলিশ।আটককৃতরা হলো নরসিংদী জেলার মনোহরদী গ্রামের বীরগাও গ্রামের নয়ন মিয়ার ছেলে মো: মনির হোসেন (১৮) ও নয়াপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মো: ফালান (২১).
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ জুলাই সকালে শিবপুর উপজেলার মধ্য কারারচর মদিনা জুট মিলের সামনে চেক পোষ্ট বসানো হয়। আনুমানিক সকাল সাড়ে সাতটার দিকে একটি পিকআপ গাড়ী ( ঢাকা মেট্রো ন-২০-৫৫৯২) থামিয়ে চেক করে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ীতে থাকা দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টার করলে পুলিশ তাদেরকে আটক করে। পাশাপাশি গাড়ীটিও জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মামুনুর রশীদ শিবপুরের আলো ২৪ ডট কম ‘কে বলেন — উদ্ধার করা ফেনসেডিলেল ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। মামলা নাম্বার ২৮, তারিখ ১৯/৭/২০২৩.