শিবপুর সংবাদদাতা:
সোমবার দুপুরে শিবপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন।
আজ সোমবার উদ্বোধন শেষে শিবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খানসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ অর্থ বছরে সেরা ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ৯ জন ও ইউনিয়ন সহকারী সেরা কর্মকর্তার মাঝে ৪ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।