• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

শিবপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ‌র্ষিত.

admin / ৩৮৩ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩


আবুনাঈমরিপন, স্টাফ রিপোটার:

নর‌সিংদীর শিবপুর উপ‌জেলার চক্রধা ইউ‌নিয়নের বিলশরন গ্রা‌মের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ‌র্ষিত হ‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গেছে ।
গতকাল শনিবার (১১/৩/২০২৩) সন্ধ‌্যায় বিলশরন গ্রা‌মের আসাদ মিয়ার ছে‌লে কাউছার ও সংঘবদ্ধ ৫/৬জন মিলে শিক্ষার্থী‌কে গ্রা‌মের বা‌ড়ি থে‌কে তু‌লে এনে নির্জন স্থা‌নে নিয়ে পালা ক্রমে ধর্ষন করে।এক পর্যা‌য়ে মে‌য়ে‌টির রক্তপাত শুরু হ‌লে ও গুংগানীর শব্দ শু‌নে আশ পা‌শের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। কাউছা‌রের স্ত্রী, মা ও উপস্থিত সবাই মিলে ধর্ষক কাউছা‌রকে হা‌তে না‌তে ধর‌তে সক্ষম হয় । পাশাপাশি এলাকাবাসী মে‌য়ে‌টি‌কে উদ্ধার করে প্রথ‌মে শিবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক অবস্থার অবন‌তি দেখ‌লে দ্রুত জেলা হাসপা‌তা‌লে রেফার্ড ক‌রে । বর্তমা‌নে মে‌য়ে‌টি জেলা হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে । মে‌য়ে‌টি দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ‌্যাল‌য়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ব‌লে জানাগেছে। মে‌য়ের পিতা আজ সকা‌লে শিবপুর ম‌ডেল থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পু‌লিশ দ্রুত অভিযান চা‌লি‌য়ে পিতাপুত্রকে গ্রেফতার কর‌তে সক্ষম হয় ।

ইউপি সদস‌্য শাহাদাত হো‌সে‌ন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – অল্প বয়‌সের ১৩/১৪ বছ‌রের মে‌য়ে‌টি‌কে লম্পট কাউছার ও তার সংঘবদ্ধ দল বা‌ড়ি থে‌কে তু‌লে এনে ধর্ষন ক‌রে। রক্তাত্ব অবস্থায় ধর্ষকের স্ত্রী ও মা মে‌য়ে‌টি‌কে উদ্ধার ক‌রে । আমি ইউ‌পি সদস‌্য হি‌সে‌বে ও ভিক‌টি‌মের প‌রিবার প্রশ‌াস‌নের কা‌ছে দৃষ্টান্ত মুলক শা‌স্তির দা‌বি জানা‌চ্ছি ।

শিবপুর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার‌কে মু‌ঠো ফো‌নে কল দি‌লে ফোন রি‌সিভ ক‌রেন‌নি তিনি।তাই এব্যাপারে বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category