আ.লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা ছয় প্রার্থী
আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার :::
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেই নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বী করতে নির্বাচনী তফসিল অনুযারী মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। সংসদ নির্বাচনে বিএনপি অংশ করবে না এমন সিদ্ধান্তে এখনোও পর্যন্ত অনড় থাকলেও গত শনিবার থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা ও ফরম জমা নেওয়া শুরু করেছে।
জাতীয় সংসদের ২০১ নাম্বার নরসিংদী ৩ আসন থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে হাফ ডজন নেতা গত দুই দিনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এরা হলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বী খান, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহফুজুল হক টিপু।
শিবপুরের আলো ২৪ ডট কম’র পক্ষ থেকে দলীয় ফরম সংগ্রহ করা কয়েকজন প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন — মাননীয় প্রধানমন্ত্রী সব দিক বিবেচনা করে শিবপুর আসনে দলীয় মনোনয়ন দিবেন বলে আমরা আশাবাদী।