আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার :::
নরসিংদী শিবপুর উপজেলা আওয়ামী প্রজন্ম লীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড চত্তরে এ অফিস উদ্বোধন করা হয়।
ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ও শিল্প মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ্ মঈন ঝুটন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী প্রজন্মলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন,উপজেলা প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান,পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব মোল্লা,সাধারণ সম্পাদক খোকন মোল্লা,উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি শাওন খান প্রমুখ।
এছাড়াও প্রজন্ম লীগ,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।