একই পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা: মো: বজলুল গণি ভূঞাকে সভাপতি ও মো: মাহফুজুর রহমান খাঁন রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে।
♦আলো রিপোর্ট♦
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ঢাকার সেগুনবাগিচায় কচি কাঁচার মেলা ভবনে শিবপুর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় ঢাকাস্থ শিবপুর উপজেলা কল্যাণ সমিতির ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। একই পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা: মো: বজলুল গণি ভূঞাকে সভাপতি ও মো: মাহফুজুর রহমান খাঁন রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে।
বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন — কল্যাণ সমিতির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল বাসেত, রাজউকের চেয়ারম্যান ও সমিতির আজীবন সদস্য মে:জে: (অব.) ড. ছিদ্দিকুর রহমান সরকার, সাবেক মহিলা এমপি শাহীনা খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো: জসিম উদ্দিন, সমিতির উপদেষ্টা বজলুল কবীর, জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন, আজীবন সদস্য প্রফেসর শফিউল ইসলাম আফ্রাদ, আবদুল্লাহ মৃধা প্রমুখ।