এস এস খোরশেদ আলম:
সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খানকে দেখতে গেলেন শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকগণ।আজ বুধবার (০১ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, সদস্য শেখ মানিক, আমীর হোসেন ও কামাল হোসেন । এসময় সাংবাদিকগণ উপজেলা চেয়ারম্যানের শারীরিক খোঁজ খবর নেওয়ার সময় হারুনুর রশীদ খান বলেন, আমার বিশ^াস ছিল, আমার কোন শত্রু নেই। আমি বিশ^াস করে তাদেরকে (সন্ত্রাসীদের) বসতে বলেছিলাম, আপ্যায়ন করতে চেয়ে ছিলাম। তারা আমাকে হত্যা করতে আসবে আমি ভাবতেও পারিনি। তিনি শিবপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাতায়ালা দ্রুত সুস্থতা দান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সমাজ সেবক আব্দুল হালিম সিকদার।
উল্লেখ্য গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর শনিবার সকাল ৮টা হতে উপজেলার প্রধান সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ৬ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় আওয়ামীলীগ ও হারুনুর রশীদ খানের সমর্থকেরা।