আলো রিপোর্ট :::
তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত্ব নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা ( আরিফ মৃধা) ‘কে সমর্থন করেছেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির কোন প্রার্থী অংশ গ্রহণ না করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড. মো: শামীম হাসান।
উপজেলা দলীয় সূত্রে জানাগেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী অংশ গ্রহণ করতে গত জানুয়ারী মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।কিন্তু শেষ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় কোন প্রার্থী অংশ গ্রহন করেনি। তাই গত ১৯ মে রবিবার শিবপুর সদর রোডস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধাকে বিজয়ী করতে মাঠে কাজ করার অঙ্গীকার করেন তারা।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এস এম জাহাঙ্গীর পাঠান’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন — স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড.শামীম হাসান সহ উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।