শেখ মানিক :::
ষষ্ঠ পর্যায়ে সারাদেশের ৫০ টির মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে মসজিদগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে এসময় উদ্বোধন উপভোগ করেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট. ড. বদিউল আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।