আলো রিপোর্ট:
নরসিংদীর শিবপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মো: সোহেল রানা ভূঁইয়া সভাপতি, মো: শাহীন মিয়া সাধারণ সম্পাদক ও আরিফুল হক পারভেজ কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি শিবপুর বাসষ্ট্যান্ডে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন — নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম মৃধা, মনির হোসেন টুটুল, আলতাব হোসেন, মনির গাজী, আসাদ ভূঁইয়া, রিপন ভূঁইয়া,পারভেজ ফকির।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । কমিটি গঠন করতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম মৃধা।