আলো রিপোর্ট:
গত ১১ এপ্রিল নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের গঠন করা আহবায়ক কমিটিতে স্হান না পাওয়ায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুমকি দেওয়ার পর পুনরায় সংশোধিত কমিটিতে যুবদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব দেওয়া হৃযেছে মো: অহিদ মোল্লাকে। গতকাল সোমবার নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিক দলীয় প্যাডে এ কথা জানানো হয়েছে।
জানাগেছে, মো: অহিদ মোল্লা দীর্ঘ সময় ধরে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সাথে জড়িত ছিলেন। শিবপুর সরকারী শহীদ আনাত কলেজ ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও যুবদলের দায়িত্ব পালন করেছেন। আগামী উপজেলা যুবদলের সম্মেলনে নিজেকে সভাপতির প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
উপজেলা যুবদলের পূর্বের আহবায়ক কমিটি বাতিল করে গত ১১ এপ্রিল নতুন আহবায়ক ও ২ মে সংশোধিত কমিটি ঘোণণা করে জেলা যুবদল।কিন্তু সেই কমিটিতে জায়গা হয়নি অহিদ মোল্লার নাম। তারপর গত ৪ মে সাংবাদিক সম্মেলন করার পর গতকাল সোমবার ১৫ মে তাকে যুগ্ম আহবায়ক করে পূনরায় সংশোধিত কমিটি প্রকাশ করে জেলা যুবদল।