বক্তব্য রাখছেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম.
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ জুন)সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, শিক্ষক সমিতির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন।এছাড়া নরসিংদী জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং ১২০৬৮) শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি মাছুম রিকাবদার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচিতি করানো হয়।