শিবপুর উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর টি-শার্ট উন্মোচন ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা গ্রহণের জন্য আজ রবিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলায় ঐক্যবদ্ধ হয়ে গতিশীল ভাবে কাজ করার লক্ষ্যে ও সৌন্দর্য বর্ধনে টি-শার্ট এর খুবই প্রয়োজন ছিলো, এই প্রয়োজনে আমাদের সাথে থেকে টি-শার্ট উপহার দেওয়ার জন্য স্পেন প্রবাসী নরসিংদী জেলার সেচ্ছাসেবীদের প্রিয় মানুষ মানবিক সহযোদ্ধা আবু বকর তামিম কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
**মতবিনিময় সভায় আলোচ্য বিষয়বস্তু হতে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা হলো:-
★. চলমান বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ প্রোগ্রামের আওতায় যে সকল সংগঠন ফোরামের উদ্যোগে ও নিজ সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ প্রোগ্রাম বাস্তবায়ন করবে তা নিন্মরুপ:
১. বিজয় ৭১ রক্তদান সংগঠন
২. সাতপাইকা সমাজ সেবা সংগঠন
৩. রক্তদানে আমরা নরসিংদী
৪. উৎসর্গ ফাউন্ডেশন শিবপুর উপজেলা শাখা
৫. প্রত্যয় সংগঠন নরসিংদী
৬. প্রাণের সাধারচর
৭. মির্জাকান্দি একতা যুবসংঘ
৮. বিরাজনগর যুব সংঘ
৯. পেতিপলাশী বাদ্রার্স ক্লাব
১০. ক্রিয়েটিভ ফাউন্ডেশন শিবপুর
★★চলমান হুইল চেয়ার বিতরণ প্রোগ্রামের আওতায়– শিবপুর উপজেলার ৯টি ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের মাঝে প্রতিবন্ধী সহায়ক হুইল চেয়ার বিতরণ ও সাবলম্বী প্রজেক্ট হিসেবে পুরো পরিবার কে সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ইউনিয়ন ভিত্তিক প্রাপ্য ও প্রত্যাশীদের নাম সংগ্রহের কাজ চলমান রয়েছে। যার বিতরণ কার্যকাল শুরু হয়েছে ১০ই সেপ্টেম্বর ২০২২ ইং থেকে প্রোগ্রামের মাধ্যমে, যা ধাপে ধাপে ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলমান থাকবে এবং শেষ হওয়ার আনুমানিক কার্যকাল নভেম্বরের শেষের দিক।
★★★ শিবপুর উপজেলার সকল সামাজিক ও মানবিক সংগঠনের সেচ্ছাসেবীদের নিয়ে একই সাথে আলোকিত ও মানবিক শিবপুর গড়ার লক্ষ্যে একসাথে কাধে কাধ মিলিয়ে বৃহৎ আকারে কাজ করার জন্য সকলের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব তৈরি করার লক্ষ্যে এবং সেচ্ছাসেবীদের অবদান ও সেচ্ছাসেবীদের বিভিন্ন বিষয়ে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের লক্ষ্যে “শিবপুর উপজেলা সেচ্ছাসেবী মিলনমেলা ‘বন্ধন’ এর বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
মিলনমেলার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ই অক্টোবর ২০২২ইং রোজ শনিবার, যার রেজিষ্ট্রেশন বর্তমানে চলমান আছে এবং চলবে আগামী ১ই অক্টোবর পর্যন্ত।
সেই সাথে মিলনমেলার দিন অপ-সাংস্কৃতিকতার নামে বেহায়পনা বাদ দিয়ে একটি বৃহৎ মানবিক ইভেন্ট রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মানবতার সেবায় মানবিক শিবপুর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে সকল সংগঠনকে একসাথে নিয়ে আলোকিত শিবপুর গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চায় “শিবপুর উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরাম।” শিবপুর উপজেলার যেসকল সংগঠন গুলো ইউনিয়ন ও গ্রাম ভিত্তিক মানবিক কাজ করে যাচ্ছেন হয়তো আমরা জানি না, এমন সংগঠন যদি থেকে থাকেন বা আমাদের সাথে এখনও সম্পৃক্ত হন নাই তাহলে অতি দ্রুত আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান করছি। ইনশাআল্লাহ সকলে মিলে আমরা একটি মানবিক শিবপুর গড়ে তুলবো।
মানবতার জয় হোক।