শিবপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্বামী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার হাত থেকে ফুলের তোড়া গ্রহণ করছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম.
মো: আসাদুজ্জামান আসাদ.
নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন —শিবপুর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে উপজেলা বাসীর কল্যাণে কাজ করবেন। শিবপুর থেকে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস নির্মূলে কোন ছাড় দেওয়া হবে না। সকলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আজ বুধবার ( ৩ জুলাই) নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, ওসি ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, সকল ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম বলেন –— আমি শিবপুর বাসীর উন্নয়ন করার জন্য চেয়ারম্যান হয়েছি। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন যাতে একটি সুন্দর শিবপুর উপজেলা গড়ে তুলতে পারি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীব।