নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রতিনিয়ত হয়রানীর স্বীকার হচ্ছেন পৌরবাসী।শিবপুর পৌরসভায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও ঘুষ বানিজ্যের মতো ঘটনা।তাই এ সকল অনিয়ম ও দূর্নীতি বন্ধে ব্যবস্হা নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেকবুকের মাধ্যমে দৃষ্টি আর্কষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের। কিছু দিন পূর্বে উপজেলা জাতীয় পার্টির নেতা কাদির কিবরিয়া তার নিজের ফেসবুক আইডিতে পৌরসভার বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও পৌরবাসীদের হয়রানি বন্ধে পোষ্ট করেছিলেন।এবার মানবাধিকার কর্মী ও পৌরবাসিন্দা মজিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে হয়রানি ও দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে ইউএনও’র দৃষ্টি আর্কষণ করেছেন।নিচে তা হুবহুব তুলে ধরা হলো:
শিবপুর পৌরসভা কার্যালয়
হয়রানি ভোগান্তি ও ঘুষবানিজ্যের আরেক নাম শিবপুর পৌরসভা কার্যালয়।এ ভবনে যে কোন কাজে সাধারণ লোক ডুকলে তাদের যেন কোন পাত্তাই নেই।এমনকি ঘুষ দিয়েও হয়রানির সীমা নেই।তবে দু:খ জনক হলেও সত্য যে, এসব দেখার বা এ সংক্রান্ত বিষয়ে কথা বলাও যেন কেউ নেই।অফিস স্টাফদের মনগড়া কার্যকলাপ দেখলে যে কারো মনে হবে এ যেন এদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিদারী।
পরিশেষে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে জনস্বার্থে এ সব অভিযোগ খতিয়ে দেখে দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে যেন ব্যবস্হা গ্রহণ করা হয়।