মাহবুব খান:
নরসিংদীর শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য লোকনাথ চন্দ্র বর্মন কে সভাপতি ও তপন চন্দ্র বর্মন কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
আজ শনিবার (২০ মে) সকালে পৌরসভার বানিয়াদীস্থ শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘ কৃষ্ণ মন্দিরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অনিল চন্দ্র ঘোষ সম্মেলনের উদ্বোধন করেন। এতে পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লোকনাথ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ শ্রী ড. তাপস চন্দ্র পাল । সম্মানীত অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের গণসংযোগ সম্পাদক শ্রী এড. বিনয় ঘোষ বিটু, প্রধান বক্তার বক্তব্য রখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত কুমার দাস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী বিশ্বজিৎ সাহা, শ্রী জ্যোতিরাম দাস,যুগ্ম সম্পাদক শ্রী প্রণব সাহা সেন্টু,কোষাধ্যক্ষ শ্রী প্রণব ঘোষ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী,জেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য সুবল চন্দ্র শর্মা,শ্রী প্রীতম দাস রনি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী বিনয় কৃষ্ণ গোস্বামী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অজয় কৃষ্ণ গোস্বামী ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিনয় চক্রবর্তী প্রমুখ।