আলো রিপোর্ট:
নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর পৌরসভা তরুন দলের আঠার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শাহ আলম কবির (জার্মানি)কে সভাপতি, শফিকুল ইসলাম সম্রাট কে সাধারণ সম্পাদক ও মনির হোসেন কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত সোমবার (১৭/৪/২০২৩) বিকালে শিবপুর বাসষ্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা তরুর দলের সাবেক সভাপতি আলামিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তরুণ দলের সভাপতি মোবারক হোসেন নাদিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব ও পূবের গাও ৫৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক শিমুল মিয়া ও পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রধান। এছাড়াও তরুণ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে পৌরসভা তরুন দলের আগের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
শিবপুর পৌরসভা তরুন দলের বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি মো:শিপন ভূঁইয়া, সহ সভাপতি কমল সূত্র দর, মো: সাত্তার ভূঁইয়া, মো: মুকলেছ মোল্লা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইয়াছিন, মো: বিল্লাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো বাদশা রহিম, মো: হাবিবুর রহমান ভূঁইয়া, মো: মনির শেখ, দপ্তর সম্পাদক মো: মামুন, সহ দপ্তর সম্পাদক তকিউল বাশার, প্রচার সম্পাদক মো: টেনজিল, সহ প্রচার সম্পাদক মো কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শফিউল বাশার।