পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুর পৌর আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভুঁইয়ার ব্যক্তিগত অফিস কার্যালয়ে এই ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভুঁইয়ার আমন্ত্রণে পৌর আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি, প্রচার সম্পাদক রাজন রয় উপস্থিত ছিলেন।