মাহবুব খান:
শিবপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো: শামীম গফুর।সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার আশ্রাফপুর গ্রামের প্রধান বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রধান,পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি আলতাফ হোসেনসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে অনেক খুশি শীতার্ত মানুষজন।তারা মন খোলে শামীম গফুরের জন্য দোয়া করেন।