নিজস্ব সংবাদদাতা:
আজ রবিবার ৪ জুন।গূর্ণ হয়েছে শিবপুর প্রেসক্লাবের বর্তমান নির্বাহী কমিটির দুই বছর।কিন্তু প্রেসক্লাবের চলমান কিছু কাজ শেষ না হওয়ায় সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাছানের সঞ্চালনায় ক্লাবের সদস্যরা আলোচনায় অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে আগামী ৪ জুলাই পর্যন্ত নির্বাহী কমিটির মেয়াদ বাড়ানো হয়। সাধারণ সভা শেষে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সদ্যপ্রয়াত আলহাজ্ব হারুনুর রশিদ খানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।