• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin / ৩৩২ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:

নর‌সিংদীর শিবপুর প্রেসক্লা‌বের ১৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালিত হয়েছ। এ উপল‌ক্ষে র‌্যা‌লি,আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌োববার (৯ এ‌প্রিল) বিকা‌লে উপ‌জেলা মিলনায়‌ত‌নে প্রেসক্লা‌বের সভাপ‌তি এসএম খোর‌শেদ আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এসএম আ‌রিফুল হাসা‌নের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জি‌নিয়া জিন্নাত, উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মহসীন না‌জির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রা‌খিল।

আরো বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যরা।

এসময় প্রেসক্লা‌বের সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। আ‌লোচনা ও দোয়া মাহ‌ফি‌লের পূ‌র্বে উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌র থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়।আলোচনা সভাশেষে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা শেখ আব্দুল কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category