নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নয় সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেছে ক্লাবের বর্তমান নির্বাহী কমিটি।
আজ (১৭ জুন) শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ক্লাবের স্মরণিকা ‘সম্প্রীতি’ মোড়ক উন্মোচন ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তাদেরকে এই স্মারক প্রদান করা হয়া।
যাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে তারা হলেন – অনলাইন নিউজ পোর্টাল জাগো নরসিংদী ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক নূরুল ইসলাম নূরচান (সভাপতি), নয়া দিগন্তের শিবপুর সংবাদাতা মো: আসাদুজ্জামন আসাদ (সাধারণ সম্পাদক)। দৈনিক নরসিংদীর বাণী’র শিবপুর সংবাদদাতা মো: হাবিবুর রহমান ( সহ – সভাপতি), অনলাইন নিউজ পোর্টাল শিবপুরের আলো ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক মো: হাবিবুর রহমান সুমন ( সহ – সাধারণ সম্পাদক). দৈনিক আমার সংবাদের শিবপুর সংবাদদাতা মো: জাহাঙ্গীর আলম ( প্রচার সম্পাদক). শিবপুরের আলো ২৪ ডট কম’ এর স্টাফ রিপোর্টার আবুনাঈম রিপন ( সাংগঠনিক সম্পাদক) দৈনিক ইত্তেফাকের শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন ( কোষাধক্ষ সম্পাদক). আইনবিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামন মুকুল, নির্বাহী সদস্য ও শিবপুরের আলো ২৪ ডট কম এর বিশেষ প্রতিনিধি বশির আহমেদ।
উল্লেখ্য যে, অনুষ্ঠানটি ৪ জুন হওয়ার কথা থাকলে কিছু সমস্যার জন্য আজকে করা হয়েছে। গত ২০০৫ সালের ৯ এপ্রিল শিবপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়।