• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শিবপুর প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন

admin / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

নিজস্ব সংবাদদাতা:

নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য ২৮ সেপ্টেবর বৃহস্পতিবার সকালে প্রেস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।
সভায় ক্লাবের ২৭ জন সদস্যের মধ্যে ২৩ জন সদস্যের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নতুন এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত কমিটির আহবায়ক নির্বাচিত হন

এড.বদরুল আলম ও সদস্য তোফায়েল আহমেদ, মাজারুল ইসলাম জিয়া। উল্লেখ্য গত কার্যকরী কমিটির মেয়াদ শেষে সাধারণ সভায় কামাল প্রধানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। গঠনতন্ত্র মোতাবেক উক্ত কমিটি তাদের নির্দিষ্ট সময়ে প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করতে না পারায় তাদেরকে আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ক্লাবের সভায় অনাস্থা দেওয়া হয়। অনাস্থা দেওয়ার পর একই সভায় এড. বদরুল আলমকে আহবায়ক ও তোফায়েল আহম্মদ, মাজাহারুল ইসলাম জিয়াকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শিবপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক কামাল প্রধান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন আদালতে মামলা চলমান থাকায় নিদিষ্ট সময়ের মধ্যে  শিবপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করতে পারি নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category