• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

আবুনাঈমরিপন, শিবপুর.

শিবপুর প্রেস ক্লা‌বের বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত

admin / ২৪৭ Time View
Update : শনিবার, ৪ জুন, ২০২২

নর‌সিংদীর শিবপু‌র প্রেস ক্লা‌বের বা‌র্ষিক সাধারণ সভা ২০২২ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।শনিবার (৪ জুন) সকা‌লে মুক্তিযোদ্ধা ভবনস্থ প্রেস ক্লা‌ব কার্যালয়ে প্রেস ক্লা‌বের সভাপ‌তি এস এম খোর‌শেদ আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এস এম আ‌রিফুল হাসা‌নের সঞ্চালনায় এই বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সভার আলোচ্য সূচী ছিলো প্রচার সম্পাদক মরহুম স্বপন মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন,গত একবছরের বার্ষিক কার্যবিবরণী উপস্থাপন,গত একবছরের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন,বার্ষিক কার্য বিবরণী ও আয় ব্যয়ের উপর সম্মানিত সদস্য বৃন্দের পক্ষ থেকে আলোচনা, উপস্থাপিত বার্ষিক কার্যবিবরণী ও আয় ব্যয়ের প্রতিবেদন অনুমোদন,আগামী নির্বাচন প্রক্রিয়া উপস্থাপনসহ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ,গঠনতন্ত্র সংশোধন,সদস্যদের সাংবাদিকতা ও সক্রিয় থাকার উপর আলোচনা ও বিবিধ।
সভায় উপ‌স্থিত ছি‌লেন প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি নূরুল ইসলাম নূরচান, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আসাদ, সা‌বেক সাধারণ সম্পাদক আ‌রিফুল ইসলাম খান, আবু নাইম রিপন,সা‌বেক আহবায়ক আলম খান, বদরুল আলম, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপ‌তি সো‌হেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো‌মেন খান,কোষাধ‌্যক্ষ আজমল হো‌সেন ভুইয়া,প্রচার সম্পাদক মাহবুব খান,ক্রীড়া সস্পাদক ই‌লিয়াছ হায়দার,
দপ্তর সম্পাদক রা‌সেল মিয়া, সা‌হিত‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক মো: এনামুল হক শাহীন, নির্বাহী সদস‌্য ডা‌লিম খান, হা‌বিবুর রহমান, সদস‌্য এ এইচ আ‌বিল, আব্দুর রব শেখ মা‌নিক তোফা‌য়েল আহ‌মেদ, কামাল হো‌সেন প্রধান, মাসুদ রানা, খন্দকার ক‌রিম, শেখ জু‌য়েল,আ‌কিকুল ইসলাম স্বপন, খন্দকার আ‌মির হো‌সেন, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেসক্লা‌বের বা‌র্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সদস‌্য প্রচার সম্পাদক প্রয়াত স্বপন মিয়ার স্বর‌ণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকলকে প্রেস ক্লাবের নাম খচিত মগ উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category