আবু নাঈম রিপন, স্টাফ রিপোর্টার :
নরসিংদী শিবপুর উপজেলার প্রেস ক্লাবের সাংবাদিক দের সাথে বিদায়ী ইউএনও জিনিয়া জিন্নাত,এর সাথে ২০ইং সেপ্টেম্বর বুধবার দুপুরে শিবপুর প্রেস ক্লাবের আহবায়ক, কামাল প্রধান এর সভাপতিত্বে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় সভায় প্রেস ক্লাবের নির্বাচন ও
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিস্ঠাতা সাংগঠনিক সম্পাদক ,ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন৷ ,ও প্রতিসঠাতা কোষাধ্যক্ষ, ও আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন স্বপন,
সাবেক আহবায়ক, আলম খান,সদস্য ইলিয়াছ হায়দার, আমির হোসেন, জিয়া প্রমুখ।
বিদায় বেলায় ইউএনও জিনিয়া জিন্নাত দিক নিদর্শনামূলক বক্তব্য রাখেন। এবং শিবপুর প্রেস ক্লাবের সার্বিক মংগল কামনা করেন।