বশির আহমেদ:
গত ২৪ ডিসেম্বর নরসিংদীতে গণ মিছিল চলা কালে গ্রেফতারকৃত শিবপুর বিএনপি নেতা কর্মীদের মধ্য থেকে দশ জনের জামিন মঞ্জুর
করেছে আদালত।আজ সোমবার (৯/১/২০২৩) নরসিংদী কোর্টে দীর্ঘ শুনানীর পর আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন শিবপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন, শিবপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক,শিবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হোসেন জজ মিয়া প্রমুখ।
নরসিংদী জজ কোর্টের আইনজীবি সুজন খান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – তাদের কে গ্রেফতার করার পরের দিন (২৫/১২/২০২২) আদালতে হাজির করা হয়। শুনানীর পর আদালত তাদের কে জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।কিন্তু আজ (৯/১/২০২৩) তারিখে তাদের কে পুনরায় আদালতে হাজির করলে শুনানীর পর ১০ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করে আদালত।আজকে জামিন হলেও আগামীকালের আগে বের হতে পারবেন না তারা।