• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

শুক্রবারের কবিতা :: মুজিব

admin / ৩৭৫ Time View
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

মুজিব
আনোয়ার হোসেন

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী
মুজিব যাহার নাম ।
আমারা বাঙ্গালী সবাই জানি
উনার অনেক দাম ।

অজপাড়া গায়ে জন্ম নিয়ে
ভাবতো দেশকে নিয়ে ।
জুলুমের জ্বালায় জ্বলতো মুজিব
প্রতিবাদ করতে গিয়ে ।

তাই না দেখে শাষকের দল
ভাবতো দিবা নিশি ।
সুযোগ বুঝে চালিয়ে দিত
মুজিব তুমি দুষি ।

আগরতলা ষড়যন্ত মামলায়
মুজিব গেল জেলে ।
আমলারা সবাই খুশি হল
খুশি শাষক দলে ।

আমজনতা জানল যখন
মুজিব গেছে জেলে ।
বাংলার মানুষ করল সংগ্রাম
মুজিব আসল চলে

কত কষ্ট করল মুজিব
এই না দেশের জন্য ।
স্বাধীনতার ডাক দিল মুজিব
আমরা হলাম ধন্য ।

মুজিব তুমি মরেও অমর
আছ সবার মনে ।
যুগের পরে যুগ পেরিয়ে
থাকবে সবার মনে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category