গণ সমাবেশে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচীব মাওলানা গাজী আতাউর রহমান.
আলো রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচীব হযরত মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন — স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে যে ভাবে পালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করেছে। বাংলাদেশেও এর আগে অনেক সরকারের পতন হয়েছে। সরকার প্রধান ও তার মন্ত্রী, এমপি এমনকি প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও পুলিশের আইজি পর্যন্ত পালিয়েছে এবার। এমন ঘটনা কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। ক্ষমতা ছাড়লেও বেগম খালেদা জিয়া ও তার দলের নেতা বা মন্ত্রীরা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি।
তিনি আজ শনিবার ( ১৪ সেপ্টেম্বর) কলেজ গেইড শহীদ মিনারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর শাখার উদ্দ্যােগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুর রহীম মীর-র সভাপতিত্বে গণ সমাবেশে বক্তব্য রাথেন — কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা ওয়াযেজ হোসেন ভূইয়া, হযরত মাওলানা মুসা বিন কাসিম, ইসণামী আন্দোলন শিবপুর শাখার সহ সভাপতি নঈম উদ্দীন সরকার, আজিজুর রহমান, মাহমুদুল হাসান, জোবায়ের আহমেদ, আরিফুল ইসলাম,নাছির উদ্দীন সরকার, আনোয়ার মাহমুদ, আওলাদ হোসেন খান, ইয়াসিন আরাফাত প্রমুখ।