শ্রমিক দিবস
আনোয়ার হোসেন
পহেলা মে শ্রমিক দিবস
বিশ্ববাসী জানে ।
এই দিনের তাৎপর্য ভাই
কেহ নাহি মানে ।
শ্রমিকের ঘামে ধনীর দুলাল
চড়ছে খেওয়া গাড়ী।
গাড়ীর চাকায় পিষ্ট শ্রমিক
যাচ্ছে ভুবন্ ছাড়ি।
শ্রমিক ছাড়া চলবে না দেশ
চলে না বাহাদুরী ।
তবু শ্রমিক পায়না মূল্য
দুখে দুখে মরি ।
শ্রমিক ছাড়া দেশটা অচলং
সবাই কিন্তু জানে ।
পায়না ওরা সঠিক মুজরি
কে ই বা তা মানে ।
তাই শ্রমিকরা প্রতি বছর ,
করে আন্দোলন ।
রুটি রুজির ন্যায্য দাবী,
করছে উৎক্ষেপন।