• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

সংগঠন সংবাদ::: “বিদ্যাবাড়ি” সংগঠনের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

admin / ৩৬৯ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বেলাল আহমেদ, বিশেষ প্রতিনিধি:

আজ বুধবার সন্ধ্যায় মাধবস্থিত CAP 10 রেস্টুরেন্টে বিদ্যাবাড়ি সংগঠনের আহবায়ক কমিটির ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাবাড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক বেলাল আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হক, সদস্যসচিব মারুফ হোসেন, যুগ্ম সদস্যসচিব কামরুজ্জামান সরকার,আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ ইউসুফ আহমেদ,শাওন আহমেদ সাদ, আরিফুর রহমান এবং মাইন উদ্দীন তালুকদার।

উক্ত সভায় আহবায়ক কমিটির পরিচিতি, সংগঠনের গঠনতন্ত্র, সদস্যদের ভর্তি ফিস এবং মাসিক চাঁদার পরিমান নির্ধারণ, ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, বিদ্যাবাড়ির অন্যতম সদস্য জিসান গাজীর সংবর্ধনা এবং ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এস এস সি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সময় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সকল সদস্যগণ বিদ্যাবাড়ি সংগঠনের সৃজনশীল এবং ব্যতিক্রমী কর্মকান্ডের মাধ্যমে সমাজে একদল আলোকিত ও মানবিক মানুষ তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সংগঠনের যুগ্ম আহবায়ক নুরুল হক আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতার ভুমিকা পালন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category