আলো রিপোর্ট:
আর মাত্র কয়েক মাস পরেই মেয়াদ শেষ হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের। সেই কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে নতুন কৌশল অবলম্বন করে এগিয়ে যাচ্ছে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ। আগামী সংসদ নির্বাচনে স্হানীয় আওয়ামীলীগ বা বিএনপির দলীয় প্রার্থী বিজয়ী হতে হলে আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সমর্থন লাগবে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ দু’দলের জন্যই চোখের কাটা হয়ে দাড়ানো শক্তি আছে তারই সর্তকবার্তা দিয়েছে গত ২৮ জুলাই অনুষ্ঠিত আলোচনা সভা।২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপি, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমাবেশ হয়েছে।সেই সমাবেশেকে সফল করতে শিবপুর থেকে অনেক নেতাকর্মী সমাবেশে অংশ গ্রহণ করেছেন। তারপরও বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩ তম মৃত্যূবার্ষিকীতে সাধারণ জনগণের উপস্থিতি দেখে বিএনপি ও আওয়ামীলীগের চোখ কপালে উঠেগেছে বলে মনে করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের কয়েকজন দায়িত্বশীল নেতা। আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের উপজেলা বা ইউনিয়ন কমিটির নেতারা যাতে বিএনপি বা আওয়ামীলীগের টাকার কাছে বিক্রি হতে না পারে, সে জন্য অনেক নেতার নাম গোপন রেখে পরিষদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, শিবপুরের আলো ২৪ ডট কম’কে এমনটাই বলেছেন পরিষদের প্রভাবশালী এক দায়িত্বশীল নেতা।
আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —– আব্দুল মান্নান ভূঁইয়াকে যারা হৃদয় দিয়ে ভালোবাসতেন, তারা এখনো তাকেই ভালোবাসে। আব্দুল মান্নান ভূঁইয়ার আর্দশকে বাস্তবায়ন করার জন্যই আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ গঠন করা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। পরিষদের সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য ইতিমধ্যে উপজেলার সবকটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়ে্ছে। যেহেতু বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা তেমন একটা ভালো নেই, সেই কারণেই আমরা আমাদের মতো করে সব কিছু করছি। মান্নান ভূঁইয়ার সমর্থকরা রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান তৈরি করেছে।