• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

বশির আহমেদ

সতের পেরিয়ে আঠার বছরে শিবপুর প্রেসক্লাব!

admin / ৪৪০ Time View
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর প্রেসক্লাব দীর্ঘ সতের বছর পেরিয়ে আঠার বছরে চলছে ক্লাবটির বয়স।প্রথমে নয় জন সদস্য নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে শিবপুর প্রেসক্লাবের সদস্য সংখ্যা ৩২ জন।আর্থ- সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে স্হানীয় সাংবাদিকরা নিজেদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক সহ বিভিন্ন বিষয় তুলে ধরছেন স্হানীয় সংবাদকর্মীরা।
জানাগেছে,২০০৫ সালে স্হানীয় সাংবাদিকদের নিয়ে শিবপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়।তৎকালীন সময়ে মাত্র নয় জন সদস্য নিয়ে শিবপুর প্রেসক্লাব গঠিত হলেও র্দীঘ ১৮ বছরে ক্লাবের সদস্য সংখ্যা হয়ে দাড়িয়েছে ৩২ জনে। এই সকল সংবাদকর্মীরা জাতীয় দৈনিক সহ স্হানীয় পত্রিকায় দায়িত্ব পালন করছেন।শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কার্যকরী কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে ছিল সভাপতি – জাগো নরসিংদী ২৪.কম ( jagonarsingdi24.com) এর সম্পাদক ও প্রকাশক নূরুল ইসলাম নূরচান , সহ সভাপতি – দৈনিক নরসিংদীর বাণীর শিবপুর প্রতিনিধি মো: হাবিবুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক – দৈনিক নয়া দিগন্তের শিবপুর প্রতিনিধি মো: আসাদুজ্জামান আসাদ ,সহ-সাধারণ সম্পাদক – দৈনিক সকালের আলো ( dainiksokaleralo.com) এর সম্পাদক ও প্রকাশক মো:হাবিবুর রহমান সুমন, প্রচার সম্পাদক – দৈনিক আমার সংবাদ এর শিবপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ – দৈনিক ইত্তেফাক এর শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক – দৈনিক আমাদের অর্থনীতির শিবপুর প্রতিনিধি আবু নাঈম রিপন, আইন বিষয়ক সম্পাদক দৈনিক গণজাগরনের সাবেক শিবপুর প্রতিনিধি কামরুজ্জামান মুকুল, নির্বাহী সদস্য –দৈনিক নরসিংদীর কাগজের স্টাফ রির্পোটার বশির আহমেদ।ক্লাবটি প্রতিষ্ঠা করার সময় পরোক্ষ ভাবে সহযোগীতা করেছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার মরহুম আবু আসাদ।ক্লাবের কমিটি গঠন করার পর ক্লাবের অস্হায়ী কার্যালয়ের জন্য শিবপুর থানার পশ্চিম পাশে ( বর্তমানে মুক্তিযোদ্ধা ভবন) সরকারী জায়গায় একটি রুমের ব্যবস্হা করে দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।বর্তমানে শিবপুর প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয় রয়েছে মুক্তিযোদ্ধা ভবনের একতলা।

এ ব্যাপারে শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান দৈনিক সকালের আলোকে বলেন – আমি সাংবাদিকতা শুরু করার পরে চিন্তা করেছিলাম সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব প্রতিষ্ঠা করা করা। সেই মোতাবেক কয়েকবার চেষ্টাও করেছিলাম।পরে সর্বশেষ ২০০৫ সালে শিবপুর প্রেসক্লাব সহ ক্লাবের কমিটি গঠন করতে সক্ষম হই।শিবপুর প্রেসক্লাবের স্হায়ী কার্যালয়ের জন্য অনেক বার চেষ্টা করে ছিলাম আমি ক্লাবের দায়িত্বে থাকা কালীন সময়ে। এখনও চেষ্টা করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category