নিজস্ব সংবাদদাতা:
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত বলেছেন – মিডিয়া হচ্ছে রাস্ট্রের একটি অন্যতম স্তম্ব।মিডিয়ার মাধ্যমেই দেশের মানুষের ভালো,মন্দ, সুখ – দুখ,অর্থনীতি ও উন্নয়নের বহিপ্রকাশ ঘটে।কিন্তু সেই মিডিয়াতে সঠিক ও সত্য খবর তুলে ধরা হয় না।বর্তমান ডিজিটাল সময়ে অনেক মিডিয়া থাকলেও সঠিক সত্য দিয়ে খবর প্রকাশ করে এমন মিডিয়ার সংখ্যা অনেক কম।রিপোট করার সময় সব গুলো তথ্য প্রকাশ করে না।ফলে একটি খবরের সব তখ্য জানতে পারে না পাঠক বা দর্শকরা।
তিনি আজ শনিবার (৪/২/২০২৩) সন্ধ্যায় শিবপুর উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী ডট টিভি ‘র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কথা বলেন।
শিবপুর প্রেসকাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে সভায়শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদির টিভি চ্যানেল এর সম্পাদক বদিউর রহমান সোহেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবীর মুক্তিযোদ্ধা শিবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালামিয়া স্যার, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো: আলমগীর, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হাসান, বাঘাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনামিয়া মাস্টার, বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জমিস উদীন মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা , শিক্ষক, সাংবাদিক বৃন্দ।