• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

সনদ না পাওয়ায় ইউপি সচিব অফিসের সামনে ভুক্তভোগীদের অবস্থান

admin / ৫৮ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

আলম খান

শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত
হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীতে আবেদন করতে চেয়ারম্যান সার্টিফিকেট,মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদের জন্য প্রতিদিনই চেয়ারম্যান অফিসে ঘুরতে হচ্ছে ভুক্তভোগীদের। সনদ রেডি হলেও চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে।

ভুক্তভোগী শান্ত মিয়া, নূরুল ইসলাম, নাদিয়া আকবর শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, আজকে আমাদের অনেকের সরকারি চাকরির আবেদন শেষ দিন।আমরা এর প্রতিকার না পেয়ে সচিব মো:আলতাফ হোসেনের কক্ষের সামনে অবস্থান নিয়েছি। আমরা নরসিংদী জেলা প্রশাসক, শিবপুর উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। বিকল্প কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমাদের সেবা টুকু দেয়া হোক।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ সজীব এর সাথে যোগাযোগ করা হলে তিনি শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — বিষয়টির ব্যাপারে কি করা যায় তা চেষ্টা করছি।

পুটিয়া ইউপি সচিব মো:আলতাফ হোসেন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন, আমরা সরকারি চাকরি করি। প্রতিদিন আমি কি করে ভুক্তভোগীদের বুঝাব, আগে প্রতিদিনের সেবা প্রতিদিন দিতাম।এখন সঠিক সময় সেবা না পাওয়ায় ভুক্তভোগীরা ক্ষুব্ধ।আজ আমার অফিসের সামনে ভুক্তভোগীরা অবস্থান নিয়েছে। তাদের বুঝিয়ে অনেক কষ্টে আজকে অবস্থান কর্মসূচী ম্যানেজ করেছি।

১নং ওর্য়াড মেম্বার মো: হান্নান মিয়া  শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আমরা প্রতিদিন অফিসে এসে আমার এলাকার জনগণকে তার সঠিক উত্তর দিতে পারছি না।

৭নং রোমান পাঠান বলেন, ৫/৬দিন ধরে আমার এলাকার কয়েকজন সরকারি চাকুরী জন্য আবেদন করবেন। বর্তমানে চেয়ারম্যান না থাকায় সেবা ব্যাহত হচ্ছে।

৮ নং ওর্য়াড মেম্বার মো: রতন মিয়া বলেন, জনগণের সেবা সঠিক সময় দিতে না পারলে, তারা চেয়ারম্যান সাহেব কে না পেয়ে আমাদের কাছে বার বার যোগাযোগ করছে, এখন চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর না পেয়ে আমরাও হতাশায়।

উল্লেখ্য যে, আ’লীগ সরকার পতনের পর চেয়ারম্যান আত্মগোপনে চলেগেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category