নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্যাট আবু নইম মোহাম্মদ মারুফ খাঁন বলেছেন – প্রতিটি মা -বাবার উচিত নিজেদের সন্তানের সাথে বন্ধুত্বের মতো সর্ম্পক গড়ে তোলা।তা না হলে সন্তানের ভালো মন্দ সর্ম্পকে বাবা – মা জানতে পারবে না। সন্তানের সাথে বাবা ও মা’র সর্ম্পক যদি বন্ধুত্বের মতো থাকে তাহলেই কেবল নিজের সন্তানের ভালো মন্দ সহ তার ইচ্ছার কথা জানা যাবে।
তিনি আজ ১৭ আগষ্ট সকালে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার লক্ষে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগের সভাপতি সভাপতি হারুন অর রশিদ খান , শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত , শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ- সভাপতি ফারুক খান সহ আরো অনেকে।