• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

সপ্তম বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার  মেসি

admin / ৩৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

মনির হোসেন:

সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এর আগে ছয়বার মেসি এই অ্যাওয়ার্ড জিতেছিলেন। তার নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে তুলে নেয় আলবিসেলেস্তেরা।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি)  দিবাগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বিভিন্ন নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শুরু থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দা ইয়ার’ নামের পুরস্কারটি একবার জেতেন মেসি।
পরের ৬ বছর ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ আর ফিফা মিলে দেয় ফিফা ডি’অর। এই পুরস্কারটি মেসি জেতেন ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘দা বেস্ট’ নাম দেয় ফিফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category