• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:

সবুজ দেখলে মানুষের মনে শান্তি আসে —- মোছা: ফারজানা ইয়াসমিন

admin / ৪৬ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

ছবি: শিবপুর উপজেলার আব্দুল মান্নান ভুঁইয়া আদর্শ বিদ্যাপীঠে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ইউএনও মোছা: ফারাজনা ইয়াসমিন। 

আবুনাইম রিপন, স্টাফ রিপোর্টার♦

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন বলেছেন — আমাদের চারপাশে সবুজ থাকা দরকার। কারণ সবুজ দেখলে মানুষের মনে শান্তি আসে। চারপাশের পরিবেশটা যদি সবুজ শ্যামলে ভরা থাকে তাহলে মানুষের মন তৃপ্তি খোজে পায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার সামনের দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। বই হচ্ছে মানুষের একজন ভালো বন্ধু। বই পড়লে মানুষ দেউলিয়া হয়। ভালো মানুষ হতে হলে বেশি বেশি করে বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। পাঠ্যপুস্তকের বই শুধু পড়তে হবে আসলে এমনটা নয়। যে কোন বই পড়া যায়। বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়।

তিনি আজ রবিবার (৫ জানুয়ারী) উপজেলার আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

আব্দুল মান্নান ভুঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কাইয়ুম ভূঞা সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাব হোসেন ,শিবপুরের প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, কো- অপ্ট সদস্য, পাঁচ কান্দি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মো: কামরুজ্জামান কামাল , অত্র বিদ্যাপীঠের সিনিয়র , সহকারী শিক্ষক, শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category