আলো রিপোর্ট :
নরসিংদীর শিবপুর উপজেলা আ’লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনের অব্যাহতি প্রতাহার করে পুনরায় উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে বহাল করার জুড়ালো দাবী করেছে উপজেলার তৃনমূল আ’লীগের নেতাকর্মীরা।
উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে নিজ বাসায় গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে উপজেলা আ’লীগের আয়োজনে আজ মঙ্গল বার বিকালে ইটাখোলা গোল চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীরা এই দাবী জানান।
জানাগেছে, দলীয় নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে গত ২০২১ সালের ৬ নভেম্বর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে।যদিও ২০২২ সালের ৫ জানুয়ারী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন দিতে অনিয়মের অভিযোগ করা হয়েছিল সাবেক এই সভাপতির বিরুদ্ধে।একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে শিবপুর উপজেলা।তবে পৌরসভার সীমানা নির্ধারন নিয়ে মামলা থাকায় মাছিমপুর, চক্রধা ও শিবপুর পৌরসভার নিবাচন অনুষ্ঠিত হয়নি।বাকি সাতটি ইডনিয়ন গুলি হলো দুলালপুর, সাধারণচর,পুটিয়া, য়শোর,আয়ৃবপুর,বাঘাবো,জয়নগর।
শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য দুর্বুত্তদের হাতে নিহত হওয়া রবিউল আওয়াল কিরণ খানের ছোট ভাই আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন দীর্ঘ ২৫ বছর উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন।তার নেতৃত্বে উপজেলা আ’লীগ সুসংগঠিত থাকায় উপজেলা আওয়ামীলীগের অভিভাবক হারুন অর রশীদ খাঁনকে পুনরায় সভাপতির পদে বহাল করতে নেতাকর্মীরা দাবী জানান।