:::রাব্বি সরকার :::
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর দুটি আসনে প্রার্থী বদল হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ‘মন্ত্রীসহ ১২৮ এমপির কপাল পুড়তে পারে’ শিরোনামে প্রকাশিত এক সংবাদে এই তথ্য প্রকাশ করা হয়। সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরীর করা এই রিপোর্টে বর্তমান সংসদের কয়েকজন মন্ত্রীসহ শতাধিক এমপির এবার কপাল পুড়তে পারে উল্লেখ করা হয়। যেখানে ঢাকা বিভাগের নরসিংদীর দুটি আসনের প্রার্থী বদল হতে পারে উল্লেখ করা হয়।
রিপোর্টে উল্লেখ করা হয়, ‘ঢাকা বিভাগের বেশ কয়েকটি আসনে শক্তিশালী তারকা এমপির পতনের শঙ্কা রয়েছে। ডাকসাইটে এই এমপিদের বিরুদ্ধে গৃহদাহ সৃষ্টির পাশাপাশি ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। ঢাকা বিভাগের ১২ জেলার ৬২ আসনের মধ্যে অন্তত ২৫টি আসনে নতুন মুখ আসতে পারে। এর মধ্যে নরসিংদীর দুটি আসনের প্রার্থী বদল হতে পারে।’
এদিকে সমকালের এই সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে। সবার প্রশ্ন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হতে পারেন নরসিংদীর কোন ২ এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত ৫ টি আসনের প্রার্থীই সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বর্তমান সরকারের শিল্পমন্ত্রী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল অব. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) সাবেক প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয়। এরা সবাই আওয়ামী লীগের প্রভাবশালী এমপি হিসেবে পরিচিত।
আর নরসিংদী-২ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। এদিকে জহিরুল হক ভূঁইয়া মোহনকে টানা ৪ বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
সমকালে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই ৫ জনের মধ্যে ২ জন মনোনয়নবঞ্চিত হতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। এখন দেখার পালা কপাল পুড়ছে কোন ২ এমপির?