নিজস্ব সংবাদদাতা
নরসিংদীর শিবপুর উপজে্লা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে এ এস এস জাহাঙ্গীর পাঠান কে রাখতে উপজেলা সম্মেলনে ভোটাভুটি না করে সিলেকশনের মাধ্যম্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।পাশাপাশি দলীয় কোন্দল যাতে সৃষ্টি না হয় এবং দলীয় স্বার্থে অনেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিজেদের দিয়েছেন কোরবানী বলে একটি সূত্র জানায়।
জানাগেছে, গতকাল ২৯ ডিসেম্বর ছিল উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন।সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে অনেক সম্ভাব্য প্রার্থী প্রচার- প্রচারণা চালিয়ে ছিলেন।এদের মধ্যে সম্পাদক পদে মো: শামীম হাসান ছিল অন্যতম। এ জন্য সকল প্রস্তুতিও নিয়ে ছিলেন তিনি।কিন্তু সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলীয় স্বার্থে ও নেতৃবিন্দ্রের সিদ্ধান্তের কারণে সাধারণ সম্পাদক পদ থেকে মো:শামীম হাসান নিজেকে সরিয়ে নিলে ভোটাভুটি না করে সিলেকশনের মাধ্যমে এ এস এম জাহাঙ্গীর পাঠান ও কাদির কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।আর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মো: শামীম হাসান কে।
এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: শামীম হাসান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন—আমি সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলাম।আমি আশা করে ছিলাম সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে শিবপুর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হবে।কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে সরে দাঁড়াই আমরা।যার ফলে সম্মেলন হলেও ভোটাভুটি হয়নি।