আলো রিপোর্ট:
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত সাংবাদিকদের ফোন রিসিভ করেন না। ফলে উন্নয়নমূলক কিংবা কোন সমস্যার নিউজ করতে সমস্যার সৃষ্টি হয়। কারণ, নিউজ করতে গেলে তাঁর সাক্ষাৎকার লাগে। সাক্ষাৎকার ছাড়া নিউজ করলে সেই নিউজটা দুর্বল হয়ে যায় বলে মনে করেন সাংবাদিকরা।
ফোন রিসিভ না করার বিষয়টি নতুন নয়, তিনি এখানে জয়েন করার পর থেকেই এই সমস্যা। এটা কি তাঁর অহংকার না ক্ষমতার দাপট? বোঝা কষ্টকর।
জানা গেছে, উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিক ছাড়া আর কোন সাংবাদিকদের ফোন তিনি রিসিভ করেন না। এছাড়াও উপজেলায় অবস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের ফোনও তিনি রিসিভ করেন না। ফলে তাঁরা খুদে বার্তা পাঠিয়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে দু-তিনজন কর্মকর্তা বলেন, ‘তিনি আমাদের বস। তিনি যদি ফোন রিসিভ না করেন তাহলে আমাদের কি করার আছে।’
তিনি শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তাই নন, পাশাপাশি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন যাবত পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করার জন্য শিবপুরের আলো ২৪ ডট কম এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাত’র সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য কয়েকবার চেষ্টা করা হয়। ইউএনও’র অফিসিয়াল ফোনে ( ০১৭৬২৬৮৭০০৭) কল ডুকলেও কল রিসিভ করেননি তিনি।
উল্লেখ্য যে, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জিনিয়া জিন্নাত গত ২০২২ সালের ১৬/১৭ জানুয়ারী দায়িত্ব গ্রহণ করেন।