সম্মাননা স্মারক গ্রহণ করছেন সাংবাদিক মাহবুব খান.
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শিবপুর প্রতিনিধি, শিবপুরের আলো ২৪ ডট কম’র বার্তা সম্পাদক ও শিবপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুব খান ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেলেন সম্মাননা স্মারক।
আজ ১৬ জুন দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৭ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমীতে এক জমকালো অনুষ্ঠানে বিশিষ্ট লেখিকা কামরুন্নাহার ও প্রশিকার চেয়ারম্যান কবি রোকেয়া বেগম’র হাত থেকে তিনি এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল সাহা, দেশের কন্ঠ ও ডেইলি এক্সপ্রেস এর সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন প্রমূখ।