• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতা.

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দল ও নেতাকর্মীদের সেবা করতে চায় শামীম হাসান

admin / ৭৮৭ Time View
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় পার্টির শিবপুর উপজেলা সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে দল ও দলের নেতাকর্মীদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চায় মো:শামীম হাসান। বর্তমানে তিনি জাতীয় পার্টির জেলা ও উপজেলার আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানাগেছে, জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজে ১৯৮৭ সালে যোগ দিয়ে রাজনীতির মাঠে পা রাখেন তিনি। কিছু দিন যেতে না যেতেই নিজের যোগ্যতায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ১ম বর্ষের ছাত্র সমাজের সভাপতি নির্বাচিত হন তিনি।এরপর তাকে আর পিছনের দিকে তাকাতে হয়নি।১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন মো: শামীম হাসান। সম্মেলনের মাধ্যমে শিবপুর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নির্বাচিত হয়ে ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পযর্ন্ত দায়িত্ব পালন করেন তিনি।পরবর্তিতে পূনরায় ১৯৯৯ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নির্বাচিত হয়ে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ।২০০৬ সালে সভাপতি নির্বাচিত হয়ে ২০২১ সাল পর্যন্ত শিবপুর উপজেলা জাতীয় যুবসংহতির দায়িত্ব পালন করেন তিনি । এছাড়াও মো:শামীম হাসান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক(৩ নং) সম্পাদকের দায়িত্ব সহ উপজেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক ও যুব বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন অনেক বছর।

এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির কয়েকজন নেতা ও কর্মী দৈনিক সকালের আলোকে বলেন-শামীম ভাই ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত। তিনি দলের জন্য অনেক অবদান রেখেছেন। তৃনমুল নেতাকর্মী সহ দলের বিপদে – আপদে পাশে থাকার চেষ্ঠা করেন তিনি।
শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থী মো: শামীম হাসান দৈনিক সকালের আলোকে বলেন -অল্প কিছু দিনের মধ্যেই সম্মেলনের মাধ্যমে শিবপুর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হবে।সম্মেলন সফল করার জন্য ইতিমধ্যেই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।তাই সম্মেলনকে সফল করার জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি সকলস্তরের লোকজনের চোখে পরার মতো একটা সম্মেলন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি ।আমি শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দল ও দলের নেতাকর্মীদের সুখে-দু:খে সব সময় পাশে থাকতে চাই । ছাত্র জীবনে জাতীয় পার্টিতে অংশ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক মাঠে প্রবেশ করি আমি।সেই থেকে এখনো পর্যন্ত দলের সিধান্তের বাহিরে গিয়ে কোন কিছু করিনি। তাই আমি আশা করি দলীয় সিনিয়র নেতা,কাউন্সিলন ও তৃনমুল নেতাকর্মীদের সহযোগীতায় নয়টি ইউনিয়ন ও শিবপুর পৌরসভার গ্রাম পর্যায়ে জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সংগঠন কে শক্তিশালী করা সুযোগ পাবো। পাশাপাশি তৃনমুল নেতাকর্মী থেকে শুরু করে দলের সকল স্তরের নেতাকর্মীদের যে কোন বিপদে আপদে পাশে থাকার চেষ্ঠা করবো আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category